যে ভাবে হট মেইল (Hotmail) এ অ্যাকাউন্ট খুলবেন?

যে ভাবে হটমেইল(Hotmail) এ অ্যাকাউন্ট খুলবেন
by nahid on অক্টোবর ৩১, ২০১২পোস্ট টি ৫,৬৩৩ বার পড়া হয়েছে in কম্পিউটার শিখী নতুনদের

Hotmail এ ইমেইল অ্যাকাউন্ট খুলতে “এই লিঙ্ক এ ক্লিক করুন”। ক্লিক করলে আপনি নিচের ছবির মতো দেখতে পাবেন।

ওখানে দেখেন একটা ফর্ম আছে সেখানে আপনাকে আপনার বিস্তারিত লিখে পুরন করতে হবে।
১- Name এর ঘরে আপনার নাম এবং আসল নাম দিন যেমন: Ismail Mia
২- Birthday এর ঘরে আপনার জন্ম তারিখ দিতে হবে।
৩- Gender এর ঘরে আপনার লিঙ্গ দিতে হবে যেমনঃ যদি আপনি ছেলে লিঙ্গ হন তাহলে Male আর যদি আপনি মেয়ে লিঙ্গ হন তাহলে Female সিলেক্ট করতে হবে।
৪- Choose your username এর ঘরে আপনি যে নামে আপনার ইমেইল Id বা ইমেইল address দেখতে চান সেই নাম লিখেন যেমন ismail801  (মনে রাখবেন এখানে আপনি যা দিবেন তাই পরে আপনার ইমেইল হিসেবে ব্যাবহার করতে হবে তাই এটাকে এবং নিচের ঘরে যে গোপন অক্ষর দিবেন তা মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন) ।
৫- Creat a password   এর ঘরে আপনার পছন্দ মতো একটি গোপন অক্ষর লিখুন যা কিনা আপনি ছাড়া আর কাউকে বলবেন না, যেমনঃ ismail0012 (এখানে আপনি আপনার মতো করে দিবেন)
৬- Confirm your password  এর ঘরে ৫ নাম্বার ঘরে যে গোপন অক্ষর লিখে ছিলেন ঠিক সেই  অক্ষর গুলই পুনরায় লিখুন যেমনঃ ismail0012

৭- Phone number যদি আপনি চান তো আপনার মোবাইল নাম্বার দিতে পারেন আর না চাইলে কোন সমস্যা নেই। তবে মোবাইল নাম্বার দেওয়া ভাল। যদি আপনি কখনো আপনার password ভুলে যান তো পরে আপনার মোবাইলে আপনি আপনার password ফিরে পাবেন।

৮- Your current email address এর ঘরে যদি আপনার আগে কোন ইমেইল এড্রেস থেকে থাকে তাহলে তা এখানে দিতে পাড়েন অন্যথায় এই ঘরটা খালি রাখবেন।
৯- এখানে একটা Security question আছে,তা আপনি বুঝে দিবেন ৷আর আপনার দেশ ও Postal code দিবেন ।
১০- Prove you’r not a robot এই ঘরে আপনি এলো মেলো যে লেখা গুলো দেখতে পাচ্ছেন সেভাবে সেই লেখা গুলো লিখতে হবে
১১। সর্বশেষ কাজ হোল  I agree to the Microsoft Terms of Services এই ঘরে টিক দিয়ে দিতে হবে। পরে I accept দিতে হবে
ব্যাস আমাদের ফর্ম পুরন করার পালা শেষ।
এবার আমরা দেখবো কিভাবে হটমেইলে লগিন করতে হয় নিচের ছবিতে দেখুন ৷

এখানে দেখুন উপরের ছবিতে হাতের ডান পাসে Username ও password নামে দুটো ঘর আছে সেখানে আপনার ইমেইল এড্রেস ও গোপন অক্ষন দিন দিয়ে নিচে Sign in নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করেন।
তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন.

আপনার কাছে আসা ইমেইল আপনি Go to inbox এ দেখতে পাবেন, ইমেইলের বিস্তারিত দেখতে হলে, যে ইমেইল টি দেখতে চান তার উপর ক্লিক করেন তাহলে আপনাকে বিস্তারিত দেখাবে।
এবার আমরা শিখবো কি ভাবে কাউকে মেইল পাঠাতে হয়। এর জন্য Go to inbox এর সাথে Send mail নামে একটা বাটন আছে তার উপর ক্লিক করেন তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন।

উপরের ছবিতে যেভাবে দেওয়া আছে ঠিক সে ভাবে আপনার বন্ধুর মেইল এড্রেস আপনার মেইলের বিষয় এবং বিস্তারিত লিখে উপরের লাল SEND নামক বাটনে ক্লিক করেন ব্যাস হয়ে গেল আপনার বন্ধু আপনার মেইল পেয়ে যাবে ২ মিনিটের মধ্যে ।
যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বা কারো কোন প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট এর মাধ্যমে আমাকে যানাতে পাড়েন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দিতে।
*****লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ!*****

মন্তব্যসমূহ

  1. নতুন উপায়ে মেয়েদের মন জয় করতে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসার এসএমএস, ভালোবাসার Sms,ভালবাসার Sms, ভালবাসার এসএমএস, ভালোবাসা এসএমএস, ভালোবাসা Sms,ভালবাসা Sms, প্রেমের sms, প্রেমের এসএমএস, লাভ Sms,লাভ এসএমএস,ভালবাসা এসএমএস,বাংলা Love এসএমএস,Love এসএমএস বাংলা,ভালোবাসার কবিতা, এস এম এস, বাংলা এসএমএস, বাংলা ফেসবুক স্ট্যাটাস, বাংলা ফেসবুক স্টাটাস, Bangla Facebook Status Collection. Recent Topics

Love SMS LOVE SMS

শুভ সকাল